প্রবচন ব্লগ টেলিগ্রাম গ্রুপ

সমস্ত নোটস এবং টিউটোরিয়াল পেতে টেলিগ্রাম স্টুডেন্টস কমিউনিটি গ্রুপে জয়েন করুন

এখনই যোগ দিন

প্রবচনে আপনিও লিখুন

নিজের ক্রিয়েটিভিটি লেখার মাধ্যমে ছড়িয়ে দিতে এখনই যোগ দিন

এখনই যোগ দিন

Trade License করার নিয়ম ও বিস্তারিত (পর্ব - ০৬)

ট্রেড লাইসেন্স বিক্রয় যােগ্য কিনা?

Trade license bikroy joggo kina?

উত্তরঃ ট্রেড ফাইসেন্স মোটেও বিক্রয় যােগ্য নয়। তবে চাইলে ব্যবসার মালিক তার ব্যবসা বিক্রয় করতে পারেন এবং সেই মােতাবেক ট্রেড লাইসেন্স এর মালিকানা পরিবর্তন করা সম্ভব।

একজনের একটি ট্রেড লাইসেন্স আছে, এখন যদি একই নামে একাধিক শাে-রুম খােলা হয় তাহলে আলাদা-আলাদা ট্রেড লাইসেন্স করতে হবে নাকি একটা ট্রেড লাইসেন্স দিয়েই সবগুলাে শাে-রুম চালানাে যাবে ?

Ekadhik shaw room er jonno ki ekadhik trade license korte hobe?

উত্তর: নাম এক হলেও আপনি যদি একাধিক শাে-রুম খােলেন তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটি শাে-রুম এর জন্য আলাদা আলাদা ট্রেড লাইসেন্স করতে হবে। শুধু শাে-রুম নয়, যদি আপনি আলাদা আলাদা অফিসও খুলে থাকেন তাহলেও আপনাকে প্রতিটি আলাদা আলাদা ব্রাঞ্চ অফিস এর জন্য ট্রেড লাইসেন্স নিতে হবে।

trade license korar niyom
Trade License Bangladesh

আমি যে নামে ট্রেড লাইসেন্স করবাে সেই নামে অন্য কারাে ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা সেটি কি ট্রেড লাইসেন্স করার আগে জানা সম্ভব?

Je name e trade license kora hobe sei name onno karo bebsa protisthan ache kina seti ki age jana somvob?

উত্তর: সাধারণত এখন পর্যন্ত সিটি করপােরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলাে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেড লাইসেন্স এর নামে তথ্য সংরক্ষণ করে থাকে তাই আপনি যে নামে ট্রেড লাইসেন্স করতে চাচ্ছেন সেই নামে আগে কোনাে ট্রেড লাইসেন্স আছে কিনা খুঁজে পাওয়া বেশ কঠিন কাজ। শুধু মাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের ছাড়পত্র নেবার সময় আপনি যে নামে কোম্পানি রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন সেই নামে আগে কোন কোম্পানি থাকলে আপনি সেই নামে নতুন করে কোন কোম্পানি খুলতে পারবেন না। আশার বিষয় হলাে ঢাকা দক্ষিণ এবং কুমিল্লা সিটি করপােরেশন ইতােমধ্যে ই-ট্রেড লাইসেন্স নিয়ে কাজ শুরু করেছে হয়তাে ভবিষ্যতে আমরা সকল স্থানীয় সরকার বিভাগ অফিস এবং ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রেও নামের ছাড়পত্র নেবার নিয়ম চালু হতে পারে।

ইংরেজিতে ট্রেড লাইসেন্স করার উপায় কী?

English e trade license korar upay ki?

উত্তর: স্থানীয় সরকার বিভাগ এর সকল অফিসই বাংলায় ট্রেড লাইসেন্স প্রদান করে তাহলে আপনাকে প্রথমে ট্রেড লাইসেন্সটি ভালাে করে অনুবাদ করে নিতে হবে । যদি কোনাে কারনে আপনার ইংরেজিতে ট্রেড লাইসেন্স প্রয়ােজন হয়। এরপর এটি নােটারি পাবলিক করে নিতে হবে। তাহলেই সেটি ব্যবহারযােগ্য হয়ে যাবে তবে সকল ক্ষেত্রে বাংলায় ইস্যুকৃত ট্রেড লাইসেন্সটি সংরক্ষণ করতে হবে। কারন ট্রেড লাইসেন্স হালনাগাদ করার সময় আপনার ব্যবসার জন্য বাংলায় যে ট্রেড লাইসেন্সটি ইস্যু করা হয়েছে সেই ট্রেড লাইসেন্সটি লাগবে অন্যথায় আপনি ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে পারবেন না।

ট্রেড লাইসেন্স কি Back Date এ করা যায়?

Trade license ki back date e kora jay?

উত্তর: প্রশ্নই ওঠে না। ট্রেড লাইসেন্স কোনােভাবেই পিছনের তারিখে Back Date করা যায় না।

ট্রেড লাইসেন্স কতদিনের পুরনাে, কীভাবে বুঝবাে?

Trade license koto diner purono, kivabe bujhbo?

উত্তর: ট্রেড লাইসেন্স যেদিন ইস্যু করা হয় সেদিন থেকেই ট্রেড লাইসেন্স এর বয়স শুরু হয়। আপনি যদি আপনার ট্রেড লাইসেন্স এর ইস্যুর তারিখটি খেয়াল করেন এবং বর্তমান সময়ের সাথে হিসাব করে দেখেন তাহলে ট্রেড লাইসেন্সটি কতদিনের পুরনাে তা বের হয়ে আসবে।

ট্রেড লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যের মধ্যে অমিল থাকলে কোনাে সমস্যা হবে কি?

Trade license ebong jatiyo porichoy potrer tother omil thakle kuno somossa hobe ki?

উত্তর: জাতীয় পরিচয়পত্র এবং ট্রেড লাইসেন্স এর তথ্যের মধ্যে অমিল থাকলে অবশ্যই সমস্যা হবে। আমরা অনেক সময়ই ট্রেড লাইসেন্স এর ফরম পূরণ করার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে দেখি না বা জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী ট্রেড লাইসেন্স এর ফরম পূরণ করি না। একটা বিষয় মনে রাখতে হবে যে জাতীয় পরিচয়পত্রের তথ্যই কিন্তু সঠিক এবং সব জায়গায় স্বীকৃত তথ্য এবং জাতীয় তথ্য ভান্ডার এ এই তথ্য সংরক্ষিত রয়েছে। তাই আপনার শুধু ট্রেড লাইসেন্স নয়। যে কোনাে গুরুত্বপূর্ণ ফরম পূরণের ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তা পূরণ করা উচিৎ।

ট্রেড লাইসেন্স এর আবেদন ফরম এ পিতার নামের পাশে / স্বামীর নাম লেখার জায়গা আছে এক্ষেত্রে কার নাম ব্যবহার করা উচিৎ?

Trade license er abedon form e pitar name er pashe / samir name lekhar jay, ekhetre kar name bebohar kora uchit?

উত্তর: এটি আসলে একান্তই ব্যক্তিগত বিষয় যে, একজন ব্যবসায়ী কার নাম ব্যবহার করবেন পিতার নাকি স্বামীর। তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যদি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ট্রেড লাইসেন্স এর আবেদন ফরম পূরন করেন তাহলে সেটা সবচেয়ে উত্তম।

ট্রেড লাইসেন্সটি আসল বা নকল কিনা, এটি অনলাইনে চেক করার কোনাে পদ্ধতি আছে কিনা?

Trade license ti asol ba nokol kina, eti online e check korar kuno poddhoti ache kina?

উত্তর: আপনার ট্রেড লাইসেন্সটি আসল বা নকল কিনা এটি অনলাইনে চেক করার মতাে অনলাইনে কোনাে পদ্ধতি নেই। তবে নিজস্ব উদ্যোগে কোনাে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপােরেশন এর এই পদ্ধতি থাকতে পারে। তবে আপনি যে ট্রেড লাইসেন্সটি আসল বা নকল চেক করে দেখতে চান সেটি সংশ্লিষ্ট অফিসে নিয়ে গেলেই আপনি সেটা জানতে পারবেন তারা তাদের অফিসে সংরক্ষিত বালাম বই/রেজিষ্টার দেখে বলে দিবেন। এছাড়া এখন অনেক ট্রেড লাইসেন্স এ QR কোড ব্যবহার করা হয়ে সেটি SCAN করলেই সেই ট্রেড লাইসেন্স সংক্রান্ত প্রয়ােজনীয় কিছু তথ্য পেয়ে যাবেন।

ই-ট্রেড লাইসেন্স কীভাবে করবাে?

E-Trade license kivabe korbo?

উত্তর: ঢাকা দক্ষিণ সিটি করপােরেশন এবং কুমিল্লা সিটি করপােরেশন একটি প্রকল্পের অধীনে ই-ট্রেড লাইসেন্স এর কার্যক্রম শুরু করেছে। উক্ত সিটি করপােরেশন গুলােতে যে সকল পুরনাে ব্যবসায়ী আছে তাদের ট্রেড লাইসেন্স (পুরনাে) অটোমেটিক ই-ট্রেড লাইসেন্স এ ইতিমধ্যে রুপান্তরিত হয়েছে এবং উক্ত দুই সিটি করপােরেশন থেকে যারা এখন নতুন করে ট্রেড লাইসেন্স করবেন তাদেরকে ই-ট্রেড লাইসেন্সই প্রদান করা হচ্ছে। উক্ত দুই সিটি করপােরেশন এর বাহিরে কোনাে ব্যবসায়ী চাইলেও ই-ট্রেড লাইসেন্স করতে পারবেন না। ভবিষ্যতে হয়তাে আমরা সকল পর্যায়ক্রমে সকল ট্রেড লাইসেন্সকে ই-ট্রেড লাইসেন্স এ রুপান্তরিত হতে দেখবে বলে আশা করছি।

আমার যদি আগে থেকেই ট্রেড লাইসেন্স করা থাকে তাহলে কি আমি সেটাকে ই-ট্রেড লাইসেন্সে এ রুপান্তরিত করতে পারবাে?

Amar ager trade license ki E-trade license kora jabe?

উত্তর: আপনার যদি আগে থেকে কোনাে ট্রেড লাইসেন্স করা থাকে তাহলে চাইলেও আপনি আপনার ট্রেড লাইসেন্সকে ই-ট্রেড লাইসেন্স এ রুপান্তরিত করতে পারবেন না, যদি না আপনি ঢাকা দক্ষিণ এবং কুমিল্লা সিটি করপােরেশন এর কোনাে ব্যবসায়ী হয়ে থাকেন।উক্ত দুই সিটি করপােরেশন এর বাহিরে কোনাে ব্যবসায়ী চাইলেও ই-ট্রেড লাইসেন্স করতে পারবেন না।

ট্রেড লাইসেন্স এবং ই-ট্রেড লাইসেন্স এর মধ্যে কোনাে পার্থক্য আছে কি?

Trade license ebong E-trade license er moddhe kuno parthokko ache ki?

উত্তর: ট্রেড লাইসেন্স এবং ই-ট্রেড লাইসেন্স এর মধ্যে কোনাে পার্থক্য নেই। এই দুই ধরনের ট্রেড লাইসেন্স এর ভ্যালুই সমান। শুধু মাত্র ই-ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে।আপনার তথ্যসমূহ ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়ে তাকে আর ট্রেড। লাইসেন্স এর ক্ষেত্রে আপনার তথ্য সমূহ ম্যানুয়ালী সংরক্ষণ করা হয়ে থাকে।

বাংলাদেশের যে কোনাে প্রান্ত থেকে কোনাে ব্যবসায়ী চাইলেই কি ই-ট্রেড লাইসেন্স করার জন্য আবেদন করতে পারবেন?

Bangladesh er je kuno pranto theke kuno bebsayi chailei ki trade license korar jonno abedon korte parbo?

উত্তর: ই-ট্রেড লাইসেন্স কার্যক্রম শুধুমাত্র ঢাকা দক্ষিণ এবং কুমিল্লা সিটি করপােরেশন এর ব্যবসায়ীদের জন্য প্রযেজ্য। তাই উক্ত সিটি করপােরেশন এর বাহিরের কেউ ই-ট্রেড লাইসেন্স এর জন্য আপাতত (এই লেখাকালীন সময় পর্যন্ত) আবেদন করতে পারবেন না। আমরা আশা করছি ভবিষ্যতে এই কার্যক্রম এর পরিধি সারা বাংলাদেশ এ বৃদ্ধি পাবে।

ট্রেড লাইসেন্স এর কালার অনেক সময় অনেক ধরনের হয়ে থাকে, আবার অনেক জায়গায় ট্রেড লাইসেন্স বই আকারে আবার এক পাতারও দেখা যায় এর কারন কী?

Trade license er colour onek somoy onek dhoronee hoye thake, abar onek jayga trade license boi akare ek pata thake, er karon ki?

উত্তর: আসলে ট্রেড লাইসেন্স এর কালার কী হবে, সেটি বই আকারে প্রদান করা হবে নাকি এক পাতার হবে সম্পূর্ণ বিষয়টি নির্ভর করে ট্রেড লাইসেন্স প্রদানকারী অথরিটির উপর। ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপােরেশন ভেদে এটি বিভিন্ন কালার, বই আকারে বা এক পাতার হতে পারে তবে এর উপর ট্রেড লাইসেন্স এর কোনাে গুনগত মান এর পরিবর্তন নির্ভর করে না।

নারী ব্যবসায়ী এবং পুরুষ ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স এ ফি এর আলাদা কোনাে নিয়ম আছে কি, যেমনটা আছে ট্যাক্স এর ক্ষেত্রে?

Nari ba purush bebsayider jonno trade license fee er alada kuno niyom ache ki, jeminta rax er khetre ache?

উত্তর: ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে নারী বা পুরুষ ব্যবসায়ীর ক্ষেত্রে ভিন্ন কোনাে প্রসিডিউর বা ফি এর কোনাে সুবিধা/বিধি নেই। সকলের ক্ষেত্রে একই নিয়ম প্রযােজ্য। একই নিয়ম এবং ফি প্রদান করে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।

ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্পের জন্য আলাদা আলাদা কোনাে নিয়ম বা প্রসেস আছে কি?

Trade license korar khetre cottage, micro, majhari ebong brihot shilper jonno alada kuno niyom ache ki?

উত্তর: ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্পের জন্য আলাদা আলাদা কোনাে নিয়ম নেই সকল প্রকার ব্যবসার জন্য একই নিয়ম বা প্রসেস ফলাে করে ট্রেড লাইসেন্স করতে হয় তবে, ব্যবসার ধরন অনুযায়ী ট্রেড লাইসেন্স করার সময় প্রয়ােজনীয় কাগজপত্র ভিন্ন হয়ে থাকে বা ভিন্ন ভিন্ন কাগজপত্র প্রয়ােজন হয়।

অনেক সময়ই আমরা দেখি যে, অফিস, ব্যাংক ইত্যাদির ঝামেলা এড়ানাের জন্য অনেকেই পিত/স্বামী/ছেলে/ভাই এর নামে ট্রেড লাইসেন্স করেন এবং ব্যবসাটি নিজে পরিচালনা করেন। এটি আসলে কতটুকু সঠিক?

Onner name e kora trade license nije bebohar korle kuno somossa ache ki?

উত্তর: এটি মােটেও সঠিক কোনাে পদ্ধতি নয় । যিনি ব্যবসায়ী মূলত তার নামেই ট্রেড লাইসেন্স করতে হবে। যতক্ষণ না উনি নিজের নামে ট্রেড লাইসেন্স করছেন। ততক্ষণ পর্যন্ত উনার ব্যবসার উপর নিজের মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে না অপর দিকে তার নিজের নামে ট্রেড লাইসেন্স না থাকার কারনে কিন্তু তার ব্যবসাটিও বৈধতা পাচ্ছে না। যদি কোন কারণে নিজের নামে ট্রেড লাইসেন্স করা সম্ভব না হয় তাহলে যার নামে আপনি ট্রেড লাইসেন্সটি করতে চাচ্ছেন তাকে আপনার ব্যবসার পার্টনার বানিয়ে সঠিক নিয়ম মেনে ট্রেড লাইসেন্স করুন। এতে একদিকে আপনার ব্যবসাটি যেমন বৈধতা পাবে অন্যদিকে ব্যবসাটির উপর আপনার মালিকানাও প্রতিষ্ঠিত হবে।

ট্রেড লাইসেন্স করলেই কি আমি যেকোনাে প্রতিষ্ঠানে তালিকাভুক্ত হয়ে তাদের সাথে কাজ করতে পারবাে?

Trade license korlei ki ami jekuno protisthsne talika vukto hoye tader sathe kaj korte parbo?

উত্তর: ট্রেড লাইসেন্স করলেই আপনি যেকোনাে প্রতিষ্ঠানের সাথে তালিকাভুক্ত হয়ে কাজ করতে পারবেন বিষয়টি এমন নয়। আপনি যে প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চান বা তালিকাভুক্ত হতে চান সেই প্রতিষ্ঠানে তালিকাভুক্ত হওয়ার জন্য কী কী ডকুমেন্ট চায় সেটার উপর নির্ভর করছে আপনি সেই প্রতিষ্ঠানে তালিকাভুক্ত হয়ে কাজ করতে পারবেন কি, পারবেন না। তবে সাধারণত ট্রেড লাইসেন্স ছাড়া কোনাে প্রতিষ্ঠানে তালিকাভুক্ত হওয়া যায় না বিশেষ করে সরকারি কোন প্রতিষ্ঠানে, ট্রেড লাইসেন্স ছাড়াও তালিকাভুক্ত হতে আপনার প্রতিষ্ঠানের ট্যাক্স সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট লাগতে পারে।

আমার নিজের কোনাে পণ্য বা সেবা নেই, আমি অন্য এক ব্যবসায়ীর পণ্য সারাদিন বিক্রি করি এবং দিন শেষে কমিশন পাই। আমাকে কি ট্রেড লাইসেন্স করতে হবে?

Amar nijer kuno ponno ba seba nei, ami onno ek bebsayir ponno saradin bikri kori o Commission pai. Amar ki trade license kora lagbe?

উত্তর: বিষয়টি যদি এমন হয় যে, আপনি যে প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করেন সেই প্রতিষ্ঠান আপনাকে নিয়ােগ দিয়েছে (চাকরি দিয়েছে)। শুধুমাত্র তাদের পণ্য বিক্রি করার জন্য এবং আপনি চাইলেও অন্য কারাে পণ্য বিক্রি করতে পারবেন না, তাহলে আপনি একজন চাকরিজীবী হিসাবে বিবেচিত হবেন এবং আপনার ট্রেড লাইসেন্স করতে হবে না। কিন্তু বিষয়টি যদি এমন হয় যে, না উক্ত প্রতিষ্ঠান আপনাকে নিয়ােগ দেয়নি উক্ত প্রতিষ্ঠানের পণ্য বাজারে ভালাে বিক্রি হয় বলে আপনি উক্ত পণ্যটি বিক্রি করেন এবং আপনার স্বাধীনতা রয়েছে আরো যে কোনাে পণ্য বিক্রি করার তাহলে এটি ব্যবসা হিসাবে বিবেচিত হবে, কারন আপনি লাভের আশায় এই কার্যক্রম এর সাথে জড়িত হয়েছেন এবং আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে।

ট্রেড লাইসেন্স এ প্রতিষ্ঠানের নামের শেষে, ট্রেডিং, এন্টারপ্রাইজ, মেসার্স, লিমিটেড, কোং ইত্যাদি শব্দ ব্যবহার করতে দেখা যায়, উক্ত শব্দগুলাের উপর কি ট্রেড লাইসেন্স এর ভ্যালু কম-বেশি হয়ে থাকে?

Trade license e protisthaner namer seshe enterprise, limited, kong sobdo bebohar kora hoy, ete ki value kom beshi hoy?

উত্তর: প্রশ্নে উল্লেখিত শব্দগুলাের দ্বারা ট্রেড লাইসেন্স এর ভ্যালু মােটেও কম-বেশি হয় না। সকল প্রকার ট্রেড লাইসেন্স এর ভ্যালু সমান। তবে আমাদের দেশে এক মালিকানা ব্যবসার শেষে ট্রেডিং, এন্টারপ্রাইজ এর ব্যবহার বেশি দেয়া যায়। এছাড়া আপনি যদি কোম্পানি রেজিষ্ট্রেশন অথরিটির (RJSC) কাছ থেকে যৌথ ব্যবসা রেজিষ্ট্রেশন করেন তাহলে নামের শুরুতে মেসার্স শব্দ, প্রাইভেট লিমিটে কোম্পানির শেষে লিমিটেড শব্দটি ব্যবহার করা বাধ্যতামূলক।

আমার ট্রেড লাইসেন্স এ ব্যবসার যে নাম আছে, সেই নাম ছাড়া আমি কি চাইলে অন্য নামে অথবা একাধিক নামে আমার পন্য বিক্রি করতে পারবাে?

Amar trade license bebsar je name ache, sei name chara ami ki onno kuno name e amar ponno bikri korte parbo?

উত্তর: অবশ্যই পারবেন, কারন ট্রেড লাইসেন্স এ কিন্তু কোথায় আপনার পণ্যের নাম বা পণ্যের ব্রান্ড এর নাম লেখা থাকে না। ট্রেড লাইসেন্স এ আপনার প্রতিষ্ঠানের নাম লেখা থাকে। এখন কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামেই তার পণ্যের নাম করেন করে থাকেন আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীগণ প্রতিষ্ঠানের নাম এবং পণ্যের নাম বা ব্রান্ড এর নাম আলাদা আলাদা ব্যবহার করে থাকে। এক্ষেত্রে আপনি চাইলে পণ্যের বা ব্রান্ড এর একাধিক নামও ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে আপনার পণ্যের নাম এবং ব্র্যান্ড এর নাম যাতে অন্য কোনাে ব্র্যান্ড এর সাথে মিলে না যায়। আপনার পণ্যের নাম ৰা ব্র্যান্ড এর নাম সুরক্ষিত করতে আপনি ট্রেড মার্ক করে নিবেন যাতে অন্য কেউ আপনার পণ্যের। নাম বা ব্র্যান্ডের নাম নকল করতে না পারে।

কোনাে ক্যান্টনমেন্ট এর মার্কেটে ব্যবসা করতে হলে কোথা থেকে ট্রেড লাইসেন্স করতে হবে?

Kuno Cantonment er market e bebsa korte hole kutha theje trade license korte hobe?

উত্তর: আপনি যদি কোনাে ক্যান্টনমেন্ট এলাকার মার্কেট এ ব্যবসা করতে চান তাহলে উক্ত ক্যান্টমেন্ট বাের্ড /সংশ্লিষ্ট অথরিটি কাছ থেকে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। এক্ষেত্রে উপরের ইউনিয়িন/পৌরসভা/সিটি করপােরেশন থেকে ট্রেড লাইসেন্স গ্রহণ করা যাবে না।

অনেক সময়, অনেক এলাকা নতুন করে পৌরসভা বা সিটি করপােরেশন এর অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স নতুন করে করতে হবে কি?

Onek elaka notun kore powrosova ba city Corporation er ontorvukto hoy, sekhetre ki license notun kore korte hobe?

উত্তর: এরকম পরিস্থিতিতে যেটা করতে হবে, তাহলাে যদি কোনাে এলাকা নতুন করে পৌরসভা বা সিটি করপােরেশন এর অন্তর্ভুক্ত হয় তাহলে সেই পৌরসভা বা সিটি করপােরেশন নতুন করে হােল্ডিং নম্বর প্রদান করবেন। হােল্ডিং নম্বর পাওয়ার পর আপনার আগের ট্রেড লাইসেন্সটির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন হােল্ডিং নম্বর দিয়ে নতুন সেই পৌরসভা বা সিটি করপােরেশন থেকে ট্রেড লাইসেন্স করে নিতে হবে। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স এর আগের তথ্য এবং নতুন করে যে ট্রেড লাইসেন্সটি করলেন সেখানে। হােল্ডিং নম্বর ছাড়া বাকি সব যেন একই থাকে। অন্যথায় নতুন আপনার পুরনাে ট্রেড লাইসেন্সটির সাথে নতুন ট্রেড লাইসেন্স এর ধারাবাহিকতা বজায় রাখা যাবে এবং অবশ্যই পুরনাে ট্রেড লাইসেন্সটি যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে।

কোনাে প্রবাসী ব্যক্তি যদি ট্রেড লাইসেন্স করতে চান, তাহলে কীভাবে করবেন?

Kuno probashi bekti jodi trade license korte chan, tahole kivabe korben?

উত্তর: কোনাে প্রবাসী ব্যক্তি যদি ট্রেড লাইসেন্স করতে চান এবং উনি বাংলাদেশি নাগরিক হন তাহলে উনি ট্রেড লাইসেন্স করতে পারবেন। তবে ট্রেড লাইসেন্স করার সময় বাংলাদেশে উপস্থিত হয়ে ট্রেড লাইসেন্স করতে হবে। পরবর্তীতে হয়তাে উনি উনার প্রতিনিধি দ্বারা (আইনদ্বারা নমিনিত) উনি উক্ত ট্রেড লাইসেন্সটি নবায়ন করাতে পারবেন।

কোনাে বিদেশী নাগরিক এর নামে কি ট্রেড লাইসেন্স করা যাবে?

Kuno bideshi nagorik er nane ki trade license kora jabe?

উত্তর: জ্বি, করা যাবে, তবে অবশ্যই তাকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে তাকে ট্রেড লাইসেন্স করতে হবে। কোনাে বিদেশী নাগরিক যদি বাংলাদেশে কোনো ব্যবসায় পাটনার হয়ে ব্যবসা শুরু করেন বা ইনভেস্ট বা বিনিয়ােগ করেন তাহলে তাকে অবশ্যই বাংলাদেশে ইনভেস্ট বা বিনিয়ােগ এর জন্য বাংলাদেশ বিনিয়ােগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কাছ থেকে অনুমতি নিতে হবে এবং তার বিনিয়ােগকৃত টাকা বৈধ ব্যাংকিং চ্যানেল এর মাধ্যমে বাংলাদেশে আনতে হবে। এরপর উনি ব্যবসার প্রাতিষ্ঠানিকীকরন এবং ট্রেড লাইসেন্স করতে পারবেন। এছাড়া উক্ত বিনিয়ােগকারীর অন্যান্য সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র আপডেট থাকতে হবে।

ট্রেড লাইসেন্স কি কোনাে কারনে বাতিল হয়ে যেতে পারে?

Trade license ki kuno karone batil hoye jete pare?

উত্তর: জ্বি, ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে যদি ট্রেড লাইসেন্স গ্রহীতা মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দিয়ে ট্রেড লাইসেন্স করেন অথবা ট্রেড লাইসেন্সে উল্লিখিত শর্তাবলি এবং সিটি করপােরেশনের আইন ও বিধি মেনে না চলেন তাহলে ট্রেড লাইসেন্স অথরিটি ট্রেড লাইসেন্স বাতিল করে দিতে পারেন। এ ছাড়া লাইসেন্স গ্রহীতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারেন। তবে যেকোনাে ব্যবস্থা নেওয়ার আগে ট্রেড লাইসেন্স গ্রহীতাকে কারণ দর্শানাের সুযােগ দেয়া হবে।

ট্রেড লাইসেন্স বাতিল/বন্ধ করার পদ্ধতি/নিয়ম কী?

Trade license batil ba bondho korar niyom ki?

উত্তর: আপনি যদি কোনাে কারনে আপনার ব্যবসাটি আর চালিয়ে নিতে না চান তাহলে আপনার ট্রেড লাইসেন্স বাতিল/বন্ধ করে দেয়া ভালাে। ট্রেড লাইসেন্সটি বাতিল করার আগে ট্রেড লাইসেন্সটি হালনাগাদ করে নিতে হবে এরপর ট্রেড লাইসেন্স কর্তৃপক্ষের কাছে ট্রেড লাইসেন্সটি বাতিল/বন্ধ করার জন্য আবেদন করতে হবে। আপনার আবেদনের প্রেক্ষিতে ট্রেড লাইসেন্স কর্তৃপক্ষ আপনার ট্রেড লাইসেন্সটি বাতিল/বন্ধ করে দিবেন।

পোষ্টটি লিখা হয়েছেঃ "ট্রেড লাইসেন্সের আদ্যোপান্ত" বইটি থেকে
বইটি কিনতেঃ রকমারি ডট কমে যোগাযোগ করুন